কিশোরগঞ্জে ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জে (নীলফামারী)প্রতিনিধিঃ
"সবাই মিলে কাজ করি,ফিস্টুলা মুক্ত দেশ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে সাংবাদিকদের নিয়ে নারীদের ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ বিভাগের আয়োজনে ও এসএস-এফজিএস পার্বতীপুর দিনাজপুর প্রজেক্টের বাস্তবায়নে ওই বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয়।এসময় ফিস্টুলা রোগ ও তার প্রতিকার তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ বিভাগে জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ মাহফুজা বেগম,পার্বতীপুর দিনাজপুর ল্যাম্ব এসএস-এফজিএস প্রজেক্টের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন,ওই প্রজেক্টের প্রোগ্রাম এসিস্ট্যান্ট সাইদুল ইসলাম প্রমুখ।এতে উপজেলার কর্মরত বিভিন্ন সংগঠনের সাংবাদিক অংশ গ্রহন করেন।জানা যায়,এফজিএফ প্রজেক্টে মহিলাদের ফিস্টুলা নির্মূলে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে।এ লক্ষে আগামী ১৯ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিস্টুলা ক্যাম্প অনুষ্ঠিত হবে।