৭ মাঘ, ১৪৩১ - ২১ জানুয়ারি, ২০২৫ - 21 January, 2025

ঘোড়াঘাটে জেল-জরিমানা করেও থামছে না পার্কে পতিতাবৃত্তি ব্যবসা

আমাদের প্রতিদিন
10 months ago
160


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে পার্কে প্রকাশ্য পতিতাবৃত্তির অপরাধে ২ জন নারী যৌনকর্মীকে আটক করেছে পুলিশ।

দীর্ঘদিন থেকেই মোজাম বিনোদন পার্কের আড়ালে প্রকাশ্য পতিতাবৃত্তির ব্যবসা করে আসছিলেন পার্কটির মালিক মোজাম্মেল হক মোজাম। গত ২৪ ফেব্রুয়ারী ১০ জনকে এবং আজ ২৭ ফেব্রুয়ারী দুপুরে পার্কে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ২ নারী যৌনকর্মীকে আটক করে পুলিশ।

সাজাপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা এলাকার রিতা বেগম(২৬), বরিশালের মিনা বেগম(৩০)।

জানা যায়, কয়েক বছর আগে নিজের বিশাল একটি আমের বাগানকে 'মোজাম বিনোদন পার্ক' রূপান্তরিত করার জন্য উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নেয় মালিক মোজাম্মেল হক। তার পর বাগানটির ভিতরে ১২ রুম বিশিষ্ট একতলা ভবন নির্মাণ করে প্রকাশ্যে সেখানে পতিতাবৃত্তি ব্যবসা করে আসছিলেন। এ নিয়ে স্থানীয় লোকজন প্রশাসনের কাছে বেশ কয়েকবার অভিযোগ দেন।

এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ পার্কটিতে অনেক বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানাও করেছে। তবে কোন ভাবেই থামছে না এই পতিতাবৃত্তি ব্যবসা।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্টে্রট রফিকুল ইসলাম বলেন, অশ্লীল কার্যক্রম পরিচালনার অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় ২ জনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth