রংপুরে তামাক বিরোধী প্রচারণা কার্যক্রমের উদ্বোধন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরে তামাক বিরোধী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন। সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্ণমেন্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, রংপুর সিটি কর্পোরেশন এবং শেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, করপোরেশনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: পলাশ কুমার রায়, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ, শেয়ার ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) দেবাশীষ দাস এবং উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। র্যালী শেষে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্ণমেন্ট এর তামাকবিরোধী প্রচারনা কার্যক্রমের বহুমুখী লিফলেট, পোস্টার, স্টিকার বিতরণ করা হয়।