রংপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক:
রংপুর মহানগরীর নয়াহাটে ধানক্ষেত থেকে জাহিদুল ইসলাম নামের ৫৫ বছর বয়সী একজন অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে ছিনতাই করে দুর্বৃত্তরা। তিনি গঙ্গাচড়া উপজেলার বুড়িডাঙ্গী এলাকার মৃত খরকু মিয়ার ছেলে এবং পেশায় অটোরিকশা চালক।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর হাজিরহাট থানার নয়ারহাট বাজারের কাছে রংপুর—বদরগঞ্জ সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার (ডিবি) মো: শাহনুর আলম পাটোয়ারী। তিনি জানান, আমাদের ধারণা, অটোরিকশাটি ছিনতাইয়ের পর মঙ্গলবার ভোবের দিকে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে, দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযানও চালানো হচ্ছে।