৫ ফাল্গুন, ১৪৩১ - ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ - 17 February, 2025

লালমনিরহাটে দুই সন্তানের জননী নিয়ে ইউ-পি সদস্য উধাও

আমাদের প্রতিদিন
11 months ago
219


লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধায় মজিদুল ইসলাম নামে এক ইউ—পি সদস্য ২ সন্তানের জননী এক নারীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। মজিদুল ইসলাম ওই উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ও রহমান ডাক্তারের পুত্র। মজিদুল ইসলাম নিজেও একজন পল্লী চিকিৎসক।

স্থানীয়রা জানান, ইউ—পি সদস্য মজিদুল ইসলামের সাথে একই ইউনিয়নের সাতনাল এলাকার দুই সন্তানের জননী এক নীরর দীর্ঘদিন ধরে বেশ সখ্যতা। তিনদিন ধরে দুই জনকেই খোঁজে পাওয়া যাচ্ছে না। ধারনা করা হচ্ছে, তারা দুইজনে এক সাথে উধাও হয়েছেন।

এ ঘটনায় ওই নারীর স্বামী স্থানীয় থানায় একটি সাধারণ ডাইরী করেছেন আর একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও ওই ইউ—পি সদস্য মজিদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর থেকে ওই ইউ—পি সদস্যের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করছি কিন্তু তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না। তিন দিন ধরে পরিষদেও আসছে না।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth