৫ ফাল্গুন, ১৪৩১ - ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ - 17 February, 2025

দুর্নীতি দমন কমিশন থেকে রংপুর বিভাগের তিন জেলায় ৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আমাদের প্রতিদিন
11 months ago
205


পিআইডি রংপুর:

দুর্নীতি দমন কমিশনের রংপুর সমন্বিত জেলা কার্যালয় রংপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার মোট ৪২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে বৃত্তি প্রদান করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ২১ জন এবং ছাত্রী ২১ জন। দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই বৃত্তি প্রদান করা হয়।

গত ৬ই ফেব্রুয়ারি রংপুর জেলায়, ৮ই ফেব্রুয়ারি গাইবান্ধা জেলায় এবং ২৭শে ফেব্রুয়ারি নীলফামারী জেলায় নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের রংপুর সমন্বিত জেলা কার্যালয় ছয় মাস অন্তর অন্তর তিন জেলার (রংপুর, গাইবান্ধা ও নীলফামারী) ২১টি উপজেলার ৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth