দিনাজপুরে ৪টি ক্লিনিকে ২ লাখ টাকা জরিমানা
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ অভিযানে ৪টি ক্লিনিক এবং ডায়াগনষ্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত জরিমানা করেছে। এসময় বিভিন্ন অসংগতি থাকায় শহরের বালুবাড়ীস্থ পেশেন্ট কেয়ার ক্লিনিক, মাতৃসেবা ক্লিনিক, মেঘনা ডায়াগনষ্টিক সেন্টার ও স্বদেশ ডায়াগনষ্টিক সেন্টার নামের মোট ৪টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
দিনাজপুর ভোক্তার অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, সিভিল সার্জন ও ভোক্তার অধিকার সংরক্ষন অধিদপ্তর অবৈধ ক্লিনিক এবং ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে মাঠে নেমেছে। সেই ধারাবাহিকতায় বুধবার শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে মোট ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা। এসময় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মুহতাত আবিদ।