১৮ কার্তিক, ১৪৩১ - ০২ নভেম্বর, ২০২৪ - 02 November, 2024

রংপুরে দিনব্যাপী বিভাগীয় অপরাজিতা সম্মেলন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
8 months ago
296


খবর বিজ্ঞপ্তির:

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে অপরাজিতা নেটওয়ার্ক।  রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষেত্রে নারীর সম অংশগ্রহণে গণতন্ত্রের মূলমন্ত্র বিভাগীয় অপরাজিতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রংপুর টাউন হল মিলনায়তনে এই আয়োজন করা হয়।

এসময় ডেমোক্রেসি' র প্রকল্প সমন্বয়কারী ফিরোজ নূর নবী যুগল ও নীলফারী সৈয়দপুর বোতলাগাড়ীর ইউপি সদস্য রোমানা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম,  জাতীয়তাবাদী দলের আহ্বায়ক শামসুজ্জামান শামু, রংপুর জেলা পরিষদ অপরাজিতা ও সদস্য পারভিন আকতার, দিনাজপুর চিরিরবন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়লা বানু,ডেমোক্রেসিওয়াচ' র নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজসহ আরও অনেকেই।

বিভাগীয় সকল অপরাজিতাদের অংশগ্রহনে দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচিতে উদ্বোধনী অনুষ্ঠান,জাতীয় সংগীত, ভাষা শহীদদের স্মরণে নিরবতা পালন, পরিচিত পর্ব,স্লোগান ও একে অপরের পাশাপাশি হাত ধরে পারস্পরিক সম্পর্ক তৈরি, স্টল উদ্ধোধন, রাজনৈতিক দলে অন্তর্ভুক্তি,নির্বাচনে সাধারণ আসনে সমর্থন ও নির্বাচনে নারী প্রতিনিধিদের প্রত্যাশা শীর্ষক সভা,কুইজ প্রতিযোগিতা, মুক্ত মঞ্চ,এবং সাক্ষরতা অভিযান,সম্মানা স্মারক প্রদান,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth