গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের অর্থায়নে ও বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলার আয়োজনে বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া বিএম কলেজ হলরুমে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি নাহিদ তামান্না। কোর্সের প্রশিক্ষক ও উপজেলা কাব লিডার সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, বিএম কলেজের অধ্যক্ষ নুরন নবী রানা, বাংলাদেশ স্কাউটস রংপুর জোনের সহকারী পরিচালক সুবীর চন্দ্র বর্মন, কমিশনার মতিয়ার রহমান, কোর্স লিডার মোস্তাফিজার রহমান প্রমুখ। কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষক অংশগ্রহণ করেন।