১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

লালমনিরহাটে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

আমাদের প্রতিদিন
9 months ago
201


লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল (২৬) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় অটোরিক্সায় থাকা আরো ৬ যাত্রী আহত হয়েছেন । তাদের রংপুর ও স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা ওবদা বাজারের এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়া জানান, সকালে কয়েকজন কলেজ ছাত্র নিয়ে লালমনির দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারীতে যাওয়া একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই কলেজছাত্র নিহত হোন। এসময় আহত ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দুইজনের অবস্থা আশংক্ষাজনক হলে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করান।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth