৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

ফারসি বাংলাদেশের সরকারি ভাষা ছিল; রাবি উপাচার্য

আমাদের প্রতিদিন
6 months ago
208


রাবি প্রতিনিধি:

ফারসি অতীতে বাংলাদেশের সরকারি ভাষা ছিল। বর্তমানেও এই ভাষা অনেকক্ষেত্রে তথ্যসূত্রের অন্যতম ভাষা বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আয়োজিত 'ফারসি কবি নিজামি গাঞ্জুবির কাব্য' বিষয়ে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ-সময় রাবি উপাচার্য আরও বলেন, ফারসি বিশ্ব সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশে প্রধান প্রধান ভাষাসমূহের পাশাপাশি আমাদের ফারসিও চর্চা করা উচিত। এই সেমিনার থেকে ইরানের অন্যতম কবি নিজাম গাঞ্জুবির কাব্য সম্পর্কে অনেক কিছু জানা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. বেলাল হোসেন ও ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মিরমোহাম্মদী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ এবং কলা অনুষদভুক্ত বিভাগসমূহের সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষকগণ।

বিভাগের অধ্যাপক মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন ইরানের ইয়াজদ বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক মজিদ পুইয়ান ও রাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. নূরুল হুদা।

উল্লেখ্য, 'নিজামি গাঞ্জুবির কাব্যে রোমান্টিকতা ও নৈতিক মূল্যবোধ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. আতাউল্যাহ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth