নাগেশ্বরীতে পোষাক তৈরী বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
দক্ষ যুব সমাজ তৈরীতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজস্ব খাতের আওতায় ২০২৩—২৪ অর্থবছরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক ট্রেডে পোষাক তৈরী ও এমব্রয়ডারি ডিজাইন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার দুপুরে পৌরসভার টিএন্ডটি মোড়স্থ লায়লা আর্ট এ্যান্ড ক্রাফ্ট কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রাজ্জাক, আবু হেনা মো. মহসিন, লায়লা আর্ট এ্যান্ড ক্রাফ্ট এর পরিচালক জাহানারা খাতুন প্রমুখ।