উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ই-টুলকিট এন্ড ই-লার্নিং’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে সিএটি এসেসমেন্ট এন্ড মনিটরিং অ্যাপসের আওতায় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের নিয়ে ‘ই-টুলকিট এন্ড ই-লার্নিং’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩ মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও লাইফস্টাইল এবং নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের আয়োজনে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর আল-আমিন রহমান, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।