১২ মাঘ, ১৪৩১ - ২৫ জানুয়ারি, ২০২৫ - 25 January, 2025

পীরগঞ্জে ভ্রাম্যমান অভিযান দুইটি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ

আমাদের প্রতিদিন
10 months ago
232


পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভ্রাম্যমান অভিযান চালিয়ে এ্যাপোলো ডিজিটাল ডায়াগষ্টিক সেন্টার ইউনিট- ২ ও হিমালয় ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার নামে দুইটি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। অভিযানে এ্যাপোলো ডিজিটাল ডায়াগষ্টিক সেন্টার ইউনিট- ২ ও হিমালয় ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় ডায়াগনষ্ঠিক সেন্টার দুইটি বন্ধ করার ও চিকিৎসা সেবা থেকে বিরত থাকার নির্দেশ দেন ইউএনও রমিজ আলম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান সোহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নিবন্ধন বিহীন ডায়াগনষ্টিক সেন্টার গুলোতে অভিযান চালানো হয়েছে। এ্যাপোলো ডিজিটাল ডায়াগষ্টিক সেন্টার ইউনিট- ২ ও হিমালয় ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে চিকিৎসা সেবা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং ডায়াগনিষ্টক সেন্টার দুটি আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth