৫ চৈত্র, ১৪৩১ - ১৯ মার্চ, ২০২৫ - 19 March, 2025

‘সি’ গ্রেডের লাইসেন্স নিয়ে ‘বি’ গ্রেডের পরীক্ষা করায় ৩ প্রতিষ্ঠানের জরিমানা

আমাদের প্রতিদিন
1 year ago
211


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

‘সি’গ্রেডের লাইসেন্স নিয়ে বি’ গ্রেডের পরীক্ষা করায় কুড়িগ্রামের চিলমারীতে দুটি বেসরকারি ক্লিনিক,একটি ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধ ফার্মেসীতে অভিযান চালিয়ে ২১হাজার টাকার্ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার (৫মার্চ) বিকেলে এলএসডিমোড় এলাকায় চিলমারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার,জান্নাত ডায়াগনস্টিক সেন্টার,কলেজমোড়স্থ সারা হাসপাতাল ও একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে মোট ২১হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা ভ্রাম্যমান আদালত চালিয়ে এসব জরিমানা করেন। ক্লিনিকগুলোতে ২৪ঘন্টায় কর্তব্যরত একজন ডাক্তার থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নিসহ বিভিন্ন অনিয়মের কারণেই এই অর্থদন্ড এবং সতর্কতা মূলক নির্দেশনা প্রদান করেন তিনি। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্যমতে, ক্লিনিক দুটি সি গ্রেডের লাইসেন্স নিলেও বি গ্রেড হিসাবে বিভিন্ন পরীক্ষা—নিরীক্ষা চালিয়ে আসছে, যা সম্পূর্ন বে—আইনি। তাছাড়া বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার ফি সংক্রান্ত বোর্ড পাওয়া যায়নি বিধায় চিলমারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০হাজার টাকা, জান্নাত ডায়াগনস্টিক সেন্টারকে ৩হাজার টাকা,সারা হাসপাতালকে ৫হাজার টাকা ও চিলমারী ফার্মেসীকে ৩হাজার টাকা মিলে মোট ২১হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় কুড়িগ্রাম সিভিল সার্জনের প্রতিনিধি ডা. বিশাদ চন্দ্র দাস, জেলা সেনেটারী ইন্সপেক্টর ফরিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth