৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

লালমনিরহাটে ভারতে অনুপ্রবেশের দায়ে যুবক আটক

আমাদের প্রতিদিন
11 months ago
199


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রমের দায়ে রুবেল (২৬) নামে এক যুবককে আটক করেছে বডার্র গার্ড বাংলাদেশ বিজিবি।আজ (০৬ মার্চ) বুধবার রাতে তাকে আটক করা হয়। রুবেল ওই উপজেলার উত্তর জাওরানী গ্রামের মাহাতাব হোসেনের পুত্র।

বিজিবি সুত্রে জানা গেছে, ওই সীমান্ত দিয়ে কয়েক দিন আগে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশ করেন রুবেল হোসেন। একই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় বুধবার রাতে জাওরানী বিজিবি ক্যাম্পের টহল দল তাকে আটক করেন। তার বিরুদ্ধে অবৈধ ভাবে অনুপ্রবেশের একটি মামলা দায়ের করেন বিজিবি।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশিচত করে জানান, বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth