৫ চৈত্র, ১৪৩১ - ১৯ মার্চ, ২০২৫ - 19 March, 2025

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বীরগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আমাদের প্রতিদিন
1 year ago
127


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে  বীরগঞ্জ পৌর ভবন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বীরগঞ্জ পৌরসভা ও পৌর উচ্চ বিদ্যালয়।

পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুলের নেতৃত্বে বীরগঞ্জ পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

পরে পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতির জনকের প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্যেশ্যে মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল বলেন, ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। সেই ভাষন ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূলমন্ত্র। যার ফলশ্রম্নতিতে নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যদিয়ে বাঙালী স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছে। এই ভাষন বাঙালী জাতির একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth