পলাশবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর পুম্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ মার্চ সকালে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন , উপজেলা আ'লীগ সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র, শ্রমিকনেতা রেজা নুর রহমান ডিপটিসহ অন্যান্যরা।
এর আগে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুম্পমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদের প্রতিনিধি, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।