৭ মাঘ, ১৪৩১ - ২১ জানুয়ারি, ২০২৫ - 21 January, 2025

গঙ্গাচড়ায় আগুনে পুড়ে ৩টি ঘর ভস্মীভূত

আমাদের প্রতিদিন
10 months ago
207


গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায়  আগুনে পুড়ে ৩টি ঘর ভস্মীভূত হয়েছে। ৯ মার্চ , শনিবার  দুপুরে উপজেলার বড়বিল  ইউনিয়নের মনিরাম (মন্ডলপাড়া) গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে মনারুল ইসলামের  বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,খরের পালা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার  আগেই এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মনারুল ইসলামের তিনটি থাকার ঘর, নগদ টাকাসহ ঘরের আসবাবপত্র, খাদ্য-শস্য ও অন্যান্য সম্পদ পুড়ে ছাই হয়। এতে তাদের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মনারুল ইসলামের পরিবারের সদস্যরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth