২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

পলাশবাড়ী  ম‌ডেল প্রেসক্লা‌বের মা‌সিক  সভা  অনু‌ষ্ঠিত

আমাদের প্রতিদিন
8 months ago
291


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

পলাশবাড়ী ম‌ডেল প্রেসক্লা‌বের ফেব্রুয়ারী/২৪  মা‌সের  মা‌সিক সভা   অনু‌ষ্ঠিত  হ‌য়ে‌ছে। শুক্রবার বাদ মাগ‌রিব প্রতিষ্ঠা‌নের অস্থায়ী কার্যাল‌য়ে এ সভা অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী ম‌ডেল প্রেসক্লা‌বের সভাপ‌তি র‌বিউল হো‌সেন পাতার সভাপ‌তি‌ত্বে মাসিক  সভায়  বি‌ভিন্ন দিক তু‌লে ধ‌রেন গুরুত্বপূর্ণ বক্তব‌্য রা‌খেন ম‌ডেল প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ,সহ সভাপ‌তি আ‌মিরুল ইসলাম ক‌বির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মন্ডল, সাংগঠ‌নিক সম্পাদক সরকার লুৎফর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসআই হা‌বিবুর রহমান হা‌বিব, অর্থ সম্পাদক নু‌রে আলম, সংর‌ক্ষিত ম‌হিলা সম্পাদক লাবনী আক্তার,কার্যকরী সদস‌্য এ‌রিয়ান রা‌কিব, রা‌ছেল মাহমুদ, ফজলু মিয়া,সাগর আহম্মদ, ইমরান সরকার,আ‌পেল মাহমুদ,জিল্লুর রহমানসহ অন‌্যান‌্য সদস‌্যগন।

বক্তাগন পলাশবাড়ী ম‌ডেল প্রেসক্লাব‌কে আ‌রো বেগবান ও গ‌তি‌শীল  কর‌তে বিষদ আ‌লোকপাত ক‌রেন। এসময় অন‌্যান‌্য সদস‌্য/সদস‌্যাগন উপ‌স্থিত ছি‌লেন।

পু‌রো অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন পলাশবাড়ী ম‌ডেল প্রেসক্লা‌বের দপ্তর সম্পাদক আবু হা‌নিফ মোঃ বা‌য়ো‌জিদ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth