২৪ ভাদ্র, ১৪৩১ - ০৮ সেপ্টেম্বর, ২০২৪ - 08 September, 2024
amader protidin

বীরগঞ্জে ট্রাকের চাপায় দিনমজুর নিহত

5 months ago
123


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

রাস্তা পারাপারের সময় দিনাজপুরের বীরগঞ্জে গরুবাহী ট্রাকের চাপায় গাঠিয়া রায় (৪৪)নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

গাটিয়া রায় উপজেলার সুজালপুর গ্রামের চাকাই কংশপাড়া গ্রামের কুসুম চানের ছেলে।

আজ শনিবার বিকেল ৪টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর—পঞ্চগড় সড়কের যদুর মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জেলা পরিষদ সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব জানান, বিকেলে রাস্তা পারাপারের গরুবাহী একটি ট্রাক গাঠিয়া রায়কে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে ছুটে আসে। এ ঘটনায় জনতা উত্তেজিত হয়ে পড়লে কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবু হুসাইন বিপুর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বীরগঞ্জ থানার এসআই মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাকের চালক হেলপার পালিয়ে গেলে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়