৭ ফাল্গুন, ১৪৩১ - ২০ ফেব্রুয়ারি, ২০২৫ - 20 February, 2025

পীরগাছায় রাতের আঁধারে প্রেসক্লাবে দূর্বৃত্তের হামলা

আমাদের প্রতিদিন
11 months ago
188


পীরগাছা(রংপুর)প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় বৃহস্পতিবার (৭মার্চ) দিবাগত রাঁতের আধারে কে বা কাহারা প্রেসক্লাবে হামলা চালিয়ে দরজা ভাঙার চেষ্টা করেছেন। এ ঘটনায় শনিবার (৯ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার। স্থানীয় সাংবাদিকবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনার বিষয়ে পাশ্ববর্তী ব্যবসায়ী হৃদয় মিয়া বলেন, আমি প্রতিদিনের ন্যায় শুক্রবার দুপুরে দোকান খোলার জন্য আসার সময় দেখি প্রেসক্লাবের দরজার নিচে ইটের টুকরা পড়ে আছে। এ সময় আমি দেখি যে স্টীলের দরজাটি ট্যাপ খাওয়া। বড় ইট দিয়ে সাজোরে আঘাত করে দরজাটি ভাঙার চেষ্টা করা হয়েছে। পরে বিষয়টি আমি ফোন করে সাংবাদিকদের জানাই।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজরুল ইসলাম জানান, স্টেশন এলাকায় নেশা খোরদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে।

এ ঘটনাটি কোন নেশাখোর অথবা কোন বিশেষ মহল লোক দিয়ে ঘটিয়েছেন বলে তিনি মনে করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা ঘটনার তীব্র নিন্দা জানান এবং নেশা খোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশানের প্রতি আহবান জানান

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুশান্ত কুমার সরকার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth