২৩ আশ্বিন, ১৪৩১ - ০৮ অক্টোবর, ২০২৪ - 08 October, 2024

মমিনপুর  ইউনিয়নের বালাপাড়া ও দর্জিপাড়াতে উপজেলা  চেয়ারম্যান প্রার্থী  ইকবাল হোসেনের নির্বাচনী গণসংযোগ

আমাদের প্রতিদিন
6 months ago
188


পাগলাপীর(রংপুর)প্রতিনিধিঃ

আসন্ন রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদপ্রার্থী ও  ২ নং হরিদেবপুর  ইউনিয়ন  পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ইকবাল হোসেন। গতকাল সকাল ১০ টায় মমিনপুর ইউনিয়নের বালাপাড়া , দর্জিপাড়া, মহেশপুর ও মৌলোভী পাড়াতে নির্বাচনী গণসংযোগ করেন উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী  ইকবাল হোসেন। তার পক্ষের কর্মী সমর্থকদের সাথে নিয়ে গলাকাটার বাজারে সাধারণ মানুষজনকে সঙ্গে নিয়ে  নির্বাচনী  গণসংযোগ করেন। বিভিন্ন গ্রামের দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের সহ মহেশপুর, বালাপাড়া , দর্জিপাড়া, ও মৌলোভী পাড়ার  বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিমিময় করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী  ইকবাল হোসেন বলেন আমি যদি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ি হতে পারি তাহলে একটি স্মাট উপজেলা পরিষদ গড়ে তুলবো, সুখে দুঃখে সকলের পাশে থাকবো ও বেকার  ছেলে- মেয়েদের কমর্সংস্থানের লক্ষ্যে কাজ করবো। তাই জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা চান,উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইকবাল হোসেন (ছবি আছে)

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth