ডোমারে চারদিনব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের সমাপনী
ডোমার নীলফামারী প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ ও শহীদ রুমী স্কাউট পল্লীতে চারদিন ব্যাপী ৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ ২০২৪ইং এর সমাপনী ঘোষণা করা হয়েছে।
রবিবার ১০ মার্চ উপজেলা স্কাউটের আয়োজনে, স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মো: গোলাম সবুর পিপিএম। এবিষয়ে ৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ ২০২৪ ইং এর সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক হারুন অর রশিদ বলেন, ৭ই মার্চ শুরু হওয়া সমাবেশে কাবের ২৭ টি, স্কাউট ১৯ টি দলসহ কর্মকর্তা, শিক্ষক, স্বেচ্ছাসেবক হিসেবে প্রায় ৫০০ জন অংশ নেন।