৪ চৈত্র, ১৪৩১ - ১৯ মার্চ, ২০২৫ - 19 March, 2025

কাউনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আমাদের প্রতিদিন
1 year ago
180


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট সোনার বাংলা গড়ব’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হকের সভাপতিত্বে আলোচনা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া উপস্থিত ছিলেন, কৃষি অফিসার শাহানাজ পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান হাবীব সরকার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, সমাজসেবা অফিসার সামিউল ইসলাম, কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামছুল হক প্রমুখ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই যেকোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth