শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করেন, তার প্রমাণ সর্বজনীন পেনশন স্কিম চালু- রিপন এমপি
গাইবান্ধা প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণকে যে ওয়াদা দেন তা তিনি বাস্তবায়ন করেন, তার প্রমাণ তিনি সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। নির্বাচনী ইস্তোহারে যা ঘোষনা করা হয়েছে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।
গাইবান্ধার সাঘাটায় আজ ১১ মার্চ (সোমবার) প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভায় সাঘাটা ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে অবহিতকরন সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন ও সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এসএম শামসিল আরেফিন টিটু।