পীরগাছায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে বিশাল মানববন্ধন
ট্রেনের আত্মহুতির ঘোষণা বীর মুক্তিযোদ্ধার
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহুতির ঘোষণা দিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকারসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। গতকাল সোমবার দুপুরে পীরগাছা রেল স্টেশন চত্ত্বরে উপজেলা নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত বিশাল এক মানববন্ধনে তারা এ ঘোষনা দেন।
আয়োজিত মানববন্ধনে যোগ দিতে দুপুর ১২ টা থেকেই দলে দলে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ আসতে থাকে। দুপুুর ২ টায় পুরো স্টেশন এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়ে। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
এতে বক্তব্য দেন, তিস্তা বাঁচাও, নদী বাচাঁও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, উপজেলা নাগরিক পরিষদের সভাপতি আমিনুল ইসলাম রাঙা, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আফছার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, পীরগাছা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ ফাহমিন হাসান রনু, রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খাঁন, উপজেলা জামায়াতের সভাপতি মোস্তাক আহম্মেদ, সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলম, পীরগাছা কলেজের দর্শন বিভাগের বিভাগী প্রধান মোতালেব হুসাইন প্রমুখ।
বক্তাগণ, অবিলম্বে পীরগাছায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দাবি জানান এবং প্রথম দিন থেকেই ট্রেনটির যাত্রা বিরতি না দিলে লাগাতার আন্দোলন ও গণজমায়েত করার ঘোষনা দেন। পরে মিছিলসহ উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ নাজমুল হক সুমনের নিকট দাবি সম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।