পীরগাছায় ৯শত পরিবার পেলো ইসলামিক রিলিফের রমজান ফুড প্যাকেজ: খুঁশি উপকারভোগীরা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় পবিত্র রমজান উপলক্ষে ৯শত পরিবারকে দেয়া হয়েছে রমজান ফুড প্যাকেজ। গতকাল সোমবার সকালে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে উপজেলার চৌধুরাণীস্থ মরহুম মফিজুল ইসলাম পাটোয়ারীর অফিস চত্ত্বরে এসব খাদ্য সামগ্রী তুলে দেন, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উপজেলা ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, ইউপি সদস্য আফছার আলী প্রমুখ।
উপজেলা কৈকুড়ী ইউনিয়নের ৫৫০ এবং পারুল ইউনিয়নে ৩৫০ জন পরিবারকে ৪০ কেজি করে চাল, ৫ লিটার তেল, ৪ কেজি মসুর ডাল, ৫ কেজি ছোলা, ৩ কেজি চিনি, এক কেজি লবণ ও ৩ কেজি চিডা প্রদান করা হয়।
এসময় উপকারভোগী জরিনা বেগম, মমতাজ বেগম বলেন, কোন দল বা সংস্থা এরকম প্যাকেজ ভিত্তিক খাদ্য দেয় না। শুধু প্রতি বছর ইসলামিক রিলিফ বাংলাদেশ গরীব—অসহায় মানুষের কথা চিন্তা করে প্রতি বছর এসব বিতরণ করছে। পুরো এক মাসের খাবার দিয়েছে। এতে আমরা বেশ খুশি। আমরা চাই ইসলামিক রিলিফ বাংলাদেশ আমাদের এই উপজেলায় পুরোদমে কাজ করুক।
উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ ৯শ পরিবারের পুরো রমজান মাসের খাবার তুলে দিচ্ছে। এটা নি:সন্দেহ একটি ভালো কাজ। যা গোটা পরিবারের মুখে হাঁশি ফোটাতে সহায়তা করবে। ইসলামিক রিলিফ আছে বলেই এ উপজেলার কিছু মানুষ তাদের জীবন—জীবিকার পথ খুঁজে পেয়েছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই।