কাউনিয়ায় বেকারত্ব দুরিকরণে প্রশিক্ষণ
কাউনিয়া রংপুর প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় বেকারত্ব দুরিকরণে যুবক—যুবতীদের স্বাভলম্বি করতে সাতদিন ব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১১ মার্চ) উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বাজার এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও র্যাপিড সোসাইটির সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহিদুল হক। তিনি প্রশিক্ষণার্থীদের উদেশ্যে বলেন, দেশের ক্ষদ্র্র ও মাঝারি উদ্যোক্তারাই বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি। এতে উদ্যোক্তারা লাভবান হওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের মানুষের কর্মসংস্থান হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, উপেজলা যুব উন্নয়ন অফিসার সামছুজ্জামান আজাদ, সহকারী যুব উন্নয়ন অফিসার সিরাজুল ইসলাসম, র্যাপিড সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের, কর্মসংস্থাপন ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনজুমার আরা প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় কুর্শা ইউনিয়নের বিভিন্ন এলাকার ৩০ নারী পুরুষ অংশ গ্রহণ করেন। কর্মশালায় অংশ নেওয়া রোজিনা আক্তার বলেন, বাড়ীতে কিভাবে গাভী পালন করতে হয় এবং গবাদী পশু পালনে বেকারত্ব দুরিকরণে স্বাভলম্বি হওয়া যায় প্রশিক্ষণ এ বিষয় আমাদের বুঝানো হয়।