৪ চৈত্র, ১৪৩১ - ১৯ মার্চ, ২০২৫ - 19 March, 2025

রংপুরে আলোহা অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ

আমাদের প্রতিদিন
1 year ago
262


নিজস্ব প্রতিবদেক:

আলোহা বাংলাদেশের আয়োজনে অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা -২০২৪ এর রংপুর ব্রাঞ্চের সেরাদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গগতকাল সোমবার  বিকেলে নগরীর একটি কনভেনশন সেন্টারে এ পুরুষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গ্রান্ড হিসেবে কাব্য রহমান ও চ্যাস্পিয়ন হিসেবে আদিলা জান্নাত, ওমাইজা, রেহান,সামিয়া এবং দ্বিতীয় রানার্সআপ মারশিহা, নিশাত,জাবিবকে পুরুষ্কার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশ রংপুর ব্রাঞ্চের ডিরেক্টর শামীমা চৌধুরী ও আফছানা ইসলাম,মারিফা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) জাতীয় পর্যায়ের অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। শিশুরা কত দ্রুত ও নির্ভুলভাবে সমাধানে পৌঁছাতে পারে এটা পরীক্ষার উদ্দেশ্যেই প্রতিযোগিতাটির আয়োজন। প্রতিযোগিতাটিতে অংশগ্রহণকারীদের পাঁচ মিনিটের মধ্যে ৭০টি জটিল গাণিতিক সমাধান করতে বলা হয় এবং বেশির ভাগ শিক্ষার্থীই উল্লেখিত সময়ের মধ্যে নির্ভুলভাবে গাণিতিক সমাধান করে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth