হিলিতে টিসিবির পণ্য বিক্রি শুরু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
রমজান উপলক্ষে দিনাজপুরের হিলিতে শুলভ মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টায় হিলি চারমাথা মাইক্রো স্ট্যান্ডে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেন ও ডিলার আলমগীর হোসেন।
এবার হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫৭১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামেলি কার্ডধারী) মাঝে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ৫ কেজি চালস ও এক কেজি ছোলা বুটসহ একটি প্যাকেজ ৫২৫ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। অল্প দামে টিসিবির পণ্য কিনতে পেরে খুশি সীমান্ত এলাকার সাধারণ মানুষ।