৪ চৈত্র, ১৪৩১ - ১৯ মার্চ, ২০২৫ - 19 March, 2025

ফুলবাড়ীতে ইব্রাহীম পাগলের ৩০তম মৃত্যু বার্ষিকীতে ওরস মোবারক অনুষ্টিত

আমাদের প্রতিদিন
1 year ago
115


ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোজাদ্দেদিয়া মুর্শিদাবাদী ওলিয়ে কামেল মরহুম ইব্রাহীম পাগলের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহাপবিত্র ওরস মোবারক অনুষ্টিত হয়েছে।

আজ শুক্রবার (১৫ মার্চ) উপজেলা সদরের কাচারী মাঠ সংলগ্ন তার কবরস্থানে ওরস কমিটির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। মাজারে চাদর পড়ানো, ফাতেহা পাঠ, দিন শেষে বাদ আসর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরসের কার্যক্রম শেষ হয়। কর্মসূচিতে শত শত ভক্তবৃন্দ গ্রহণ করেন। মহাপবিত্র ওরসে আলোচনা সভায় সভাপতিত্ব করে করেন, কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন। এসময় মাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক সরকারের সঞ্চলনায় ভারতীয় হলদীবাড়ী মাজার শরীফের মরহুম হযরত একরামুল হক (রহঃ) বংশের গদ্দিনশীন পীরজাদা নশকাবন্দী সৈয়দ আলহাজ্ব শামসুদ্দিন হক বাবু হুজুর, দিনাজপুরের চ্যারাগপুর গদ্দিনশীন খন্দকার শাহিনুর ইসলামসহ আরও অনেকে নছিয়ত পেশ করেন। এসময় মরহুম ইব্রাহীম পাগলের নাতীসহ শতশত ভক্ত ও অনুরাগী মাজার শরীফে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth