গঙ্গাচড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা
নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী,ভোক্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না ব্যবসায়ী ও ভোক্তাদের উদ্দেশ্যে বলেন,ভোক্তা অধিকার ৮টি বিষয়ে জাতিসংঘে স্বীকৃত। বাংলাদেশে বানিজ্য মন্ত্রনালয় দেখভাল করে থাকেন। উপজেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম বাড়ানো গেলে সাধারণ মানুষ আরও উপকৃত হবে।