গঙ্গাচড়ায় সুষ্ঠু ভাবে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত বহিষ্কার-১

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় সুষ্ঠু ভাবে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল পর্যায়ের অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ৯ টি ভেন্যুতে ৪ হাজার ৫ শত ৫০ জন চাকুরী প্রার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। অসদুপায় অবলম্বনের দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এর মধ্যে গঙ্গাচড়া সরকারি কলেজ ভেন্যুতে ৫০০ জন, গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজ ভেন্যুতে ৫৫০ জন, ধনতোলা আর ইউ স্কুল ও কলেজে ৪০০ জন, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭০০ জন, হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০০ জন, গজঘণ্টা স্কুল ও কলেজে ৪০০ জন, তালুক হাবু উচ্চ বিদ্যালয়ে ৪০০ জন, কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ৩৫০ জন ও গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৭৫০ জন চাকুরী প্রার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, সুষ্ঠু ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।