১০ মাঘ, ১৪৩১ - ২৪ জানুয়ারি, ২০২৫ - 24 January, 2025

বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উপলক্ষে ডোমারে আলোচনা সভা সেমিনার অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
10 months ago
144


ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ

"স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ ইং উপলক্ষ্যে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ১৫ মার্চ সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমিন রহমান, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোজাফ্ফর আলী, সমকাল প্রতিনিধি রওশন রশীদ, যায়যায়দিন প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো, টিসিবি ডিলার জুম্মা রহিম দুলু প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণির ব্যাবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিগন আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth