৭ ফাল্গুন, ১৪৩১ - ২০ ফেব্রুয়ারি, ২০২৫ - 20 February, 2025

প্রেসক্লাব পীরগাছার আহবায়ক কমিটি গঠন

আমাদের প্রতিদিন
11 months ago
202


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

প্রেসক্লাব, পীরগাছা, রংপুরের কার্যকরী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  শুক্রবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সাধারন সভা শেষে শাহ কামাল ফারুখ লাবু (ভোরের কাগজ)কে আহবায়ক এবং কাজী শহিদুল ইসলাম (মানবজমিন) যুগ্ম আহবায়ক ও শাহ জাহান সিরাজ মাসুদ (প্রথম খবর)কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন এম খোরশেদ আলম (করতোয়া—যুগের আলো), তোজাম্মেল হক মুন্সি (পরিবেশ), হারুন অর রশিদ (দৈনিক কাগজ), তাজরুল ইসলাম (আজকের পত্রিকা)।

সভায় প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সির সভাপতিত্বে বক্তব্য দেন, এম খোরশেদ আলম, শাহ কামাল ফারুখ লাবু, হারুন অর রশিদ, সাধারন সম্পাদক তাজরুল ইসলাম, কাজী শহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ সরকার, মো: লাভলু মিয়া, হাফিজার রহমান, শেখ মোঃ শফিকুল আলম, গোলাম আজম সরকার, মোঃ রাজু মন্সি,  মোঃ সৈয়দ আলী, রফিকুল ইসলাম লাবলু।

আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নতুন সদস্য সংগ্রহ ও উপদেষ্টা কমিটি করে একটি স্বচ্ছ কার্যকরি কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth