৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

দেশের প্রতিটি গ্রাম এখন শহরে উন্নীত হচ্ছে-এমপি আসাদুজ্জামান বাবলু

আমাদের প্রতিদিন
6 months ago
165


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: 

রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার প্রতিটি গ্রাম এখন শহরে উন্নীত হচ্ছে। গ্রামের মানুষ আজ শহরের সেবা পাচ্ছেন। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। তিনি আরও বলেন,

গ্রাম পর্যায়ে উন্নয়নের মাধ্যমেই দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী । দেশের কোন গ্রামে এখন আর কূড়েঘর নাই। দেশের সাধারণ মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়নসহ সকল প্রকার মৌলিক চাহিদা পূরণ করছে বর্তমান সরকার। শনিবার দুপুরে গঙ্গাচড়া  উপজেলার  বেতগাড়ী বাজার হতে চান্দামারী আরএইচডি সড়ক উন্নয়ন কাজ ও বেতগাড়ী জিসি হতে কচুয়া জিসি ভায়া সয়রাবাড়ী হাট সড়ক উন্নয়ন কাজের পৃথক দুটি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বেতগাড়ী বাজারে বেতগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোহাইমিন ইসলাম মারুফ ও সয়রাবাড়ি হাটে আলমবিদিতর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান আবতাবুজ্জামান আফতাব, বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান  মানিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিচুর রহমান আনিচ, আলমবিদিতর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা মোর্শেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায় বক্তব্য রাখেন।

এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth