হাতীবান্ধায় ছাত্রলীগের কমিটি গঠন লিপন সভাপতি, সম্পদ সম্পাদক,
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করেছেন জেলা ছাত্রলীগ। লিপন রায়কে সভাপতি ও রাফিউল ইসলাম সম্পদকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি ঘোষনা করেন জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম। কমিটি বিলুপ্তর প্রায় ২১ মাস পর শনিবার সকালে জেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২২ সালের ২১ জুলাই হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে লালমনিরহাট জেলা ছাত্রলীগ । পরে উপজেলা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশীদের কাছে জীবনবৃত্তান্ত আহবান করেছিল সংগঠনটির জেলা কমিটি। দীর্ঘদিন পর পর নতুন কমিটির ঘোষণা করা হলো।