২৭ আশ্বিন, ১৪৩১ - ১২ অক্টোবর, ২০২৪ - 12 October, 2024

বিরামপুরে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত

আমাদের প্রতিদিন
6 months ago
96


বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:

বিরামপুরে শনিবার সকালে (১৬ মার্চ) দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে শাহীন (২৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু ঘটেছে। নিহত চালক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুর্গাপুর তালেবর পাড়ার মৃত: শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, বিরামপুর চায়না অফিস মোড়ে আলুু বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলু বোঝাই ট্রাকের সামনের অংশ ধুমড়ে যায় এবং চালক শাহীন গুরুত্বর আহত হন। ফায়ার সার্ভিস কমীর্রা শাহীনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহমিদা বেগম তাকে মৃত: ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ট্রাক দু’টি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth