বিরামপুরে চাঁদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক

বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি :
বিরামপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় দবিরুল ইসলাম (৩৮) নামে একজনকে আটক করে থানা পুলিশে দিয়েছে এলাকাবাসী। থানায় মামলার পর শনিবার (১৬ মার্চ) পুলিশ তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। আটক দবিরুল উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরাহাট এলাকার রফিতুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার দূর্গাপুর গ্রামের চন্দনা হেমরমের বাড়িতে শুক্রবার দিবাগত রাতে দবিরুলসহ ৬জন প্রবেশ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করে। এতে সন্দেহ হলে গ্রামের লোকজন তাদের ধাওয়া করে। এসময় দবিরুল ধরা পড়লেও অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে দবিরুলকে থানা হেফাজতে নিয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার বলেন, জনতার হাতে আটক এক ব্যক্তিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এঘটনায় চন্দনা হেমরন (৫২) বাদী হয়ে থানায় মামলা করেছেন।