গঙ্গাচড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন। সভা শেষে দিবসটি উপলক্ষে নেয়া রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।