২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

কুড়িগ্রামে স্বাধীনতার মহান স্থপতি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

আমাদের প্রতিদিন
5 months ago
106


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

স্বাধীনতার মহান স্থপতি,বাঙালি জাতির মুক্তির মহানায়ক, জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে আজ  রবিবার (১৭ই মার্চ)  সকালে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে জাতির পিতার প্রতিকৃতিতে সকল শ্রেণি পেশার মানুষ  শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এসব কর্মসূচিত অংশনেন কুড়িগ্রাম-২ আসনের  সংসদ সদস্য ডা: মোঃ হামিদুল হক খন্দকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি  মোঃ জাফর আলী,  সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, পৌর মেয়র  কাজিউল ইসলাম, সদ্য স্বাধীনতা পদকে ভূষিত পিপি অ্যাডভোকেট  এস এম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল,  জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

অপর দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ,  রাজনৈতিক,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ  সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ   শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে দেশ ও  জাতির সম্মৃদ্ধি এবং স্বাধীনতা সংগ্রামে সকল শহিদ ও ১৫ আগস্টে জাতির পিতার পরিবারের সকল শহিদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়