রংপুর সদর উপজেলা পরিষদে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আঃ রহিম, পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলা পরিষদে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বংলাদেশের স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন উদ্যোগে বিভিন্ন কর্মসূচি'র মধ্যে দিয়ে আজ দিবসটি পালন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়।পরে উপজেলা পরিষদের হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত চেয়ারম্যান ) আলহাজ্ব মোঃ মাসুদার রহমান মিলন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সহ উপজেলার সকল কর্মকর্তাগণ।