চিলমারীতে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত
আলমগীর হোসাইন, চিলমারী:
কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে।
আজ রবিবার (১৭ জানুয়ারি) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গবন্ধুর জীবনী, বাংলাদেশের মুক্তিয্দ্ধু ও স্বাধিনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো, রুকুনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, চিলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু প্রমূখ । এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।