‘স্টাইলিশ আইকনিক বিজনেস পারসোনালিটি’ বর্ষসেরা তানিয়া তাছলিমা
আমাদের ডেস্ক:
রাজধানীর ঢাকা ক্লাবে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে এ নারী উদ্যোক্তার হাতে ওই পুরস্কার তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে "স্টাইলিশ আইকনিক বিজনেস পারসোনালিটি" বর্ষসেরা পুরস্কার নিচ্ছেন তানিয়া তাছলিমা।
বাংলাদেশ উইমেন্স ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ডের বর্ষসেরা স্টাইলিশ আইকনিক বিজনেস পারসোনালিটি এর সেরা পুরস্কার জিতেছেন আরিয়া ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তানিয়া তাছলিমা।
এ নিয়ে ৪ বছর ধরে বিশেষ নারীদেরকে পুরস্কার দিয়েছে মিরর ম্যাগাজিন। মোট ৪৫ জন নারীকে বিভিন্ন কেটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এমপি, সাংবাদিক মুন্নী সাহা, চিত্রনায়িকা নিপুণসহ বিনোদন জগতের অনেক তারকা।