বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রংপুর জেলা যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ৫ শতাধিক অস্বচ্ছলদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রংপুর জেলা যুবলীগ। সোমবার (১৮ মার্চ) বিকেলে জেলা যুবলীগ কাযার্লয় প্রাঙ্গনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি’র সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস, সহ—সভাপতি নওশাদ ইসরাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামীম সর্দার, নাহিদ হাসান লিটন, জেলা কমিটির সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, সাবেক ছাত্রনেতা যুবলীগ মেরিনুল মতূর্জা, আদনান হোসেন, আবু হোসেনসহ অন্যরা। এরপর নগরীর বেতপট্টি এলাকায় রিক্সা, অটোরিক্সা—ভ্যান চালক, শ্রমজীবিদের মাঝে ইফতার ও খাবার পানি সরবরাহ করা হয়।
রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় রংপুর জেলা যুবলীগ আর্ত মানবতার সেবায় নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যুবলীগের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আজ অস্বচ্ছলদের মাঝে ইফতার বিতরণ করা হলো। রংপুর জেলা যুবলীগের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।