২২ আশ্বিন, ১৪৩১ - ০৭ অক্টোবর, ২০২৪ - 07 October, 2024

গঙ্গাচড়ায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

আমাদের প্রতিদিন
6 months ago
103


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় মসজিদের সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ এর ঘটনায় সংবাদ প্রকাশ পাওয়ায় ও গতকাল সোমবার (১৮ মার্চ ) বিকেলে পরিবার পরিচিতি (টিসিবি) কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে হতদরিদ্র পরিবারের মাঝে পণ্য বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ওয়াসিমুল বারী সিয়ামকে ইউনিয়ন পরিষদের কক্ষে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মোবাইল ফোন মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে গজঘন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার  সকাল সাড়ে ১২ টার দিকে উপজেলার গঙ্গাচড়া বাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেন তারা। গঙ্গাচড়া প্রেসক্লাব সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধনে দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল বারী দুলাল ও সিনিয়র স্টাফ রিপোর্টার আখতারুজ্জামান মিলন,  প্রতিদিনের সংবাদ পত্রিকার বাবুল মিয়া, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি নির্মল রায় , আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুর রহিম পায়েল, জাতীয় অর্থনীতি পত্রিকার আজমীর শরীফ, বাংলাদেশ সমাচার পত্রিকার মিলন মিয়াসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth