২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

ঈদযাত্রায় ভাড়া বেশি নিলে বাস বন্ধের হুঁশিয়ারি মালিক সমিতির

আমাদের প্রতিদিন
8 months ago
157


আমাদের ডেস্ক:

এবারের ঈদযাত্রায় ভাড়া বেশি নিলে বাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছে মালিক সমিতি। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেছেন, এবারের ঈদযাত্রায় আন্তঃজেলা বা দূরপাল্লার যদি কোনো গণপরিবহন বাড়তি ভাড়া নেয়, সেটির প্রমাণ যদি আমরা পাই, তবে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। এছাড়া, নেওয়া হবে আইনানুগ পদক্ষেপ।

গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) পবিত্র রমজান ও আসন্ন ঈদ—উল—ফিতর উপলক্ষে মহাসড়ক/সড়ক পথে যাতায়াতকারী যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth