রংপুরে এরশাদের ৯৫তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ মার্চ )বুধবার দুপুরে রংপুর নগরীর দর্শনা পল্লীনিবাসে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগরেে সাধারণ সম্পাদক, এস এম ইয়াসীর, জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির সদস্য ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন প্রমুখ।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা ভিপি আলাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠন সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।