৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

যৌন নিপীড়নের প্রতিবাদে দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আমাদের প্রতিদিন
6 months ago
143


দিনাজপুর প্রতিনিধি:

“যৌন নিপীড়ন ও হয়রানী মুক্ত শিক্ষাঙ্গন চাই” এই শ্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর আত্মহত্যা প্ররোচনা এবং দিনাজপুরে কিশোরী নিপীড়ন ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচী পালন করেন তারা। সমাবেশ থেকে জগন্নাথ বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও দায়িত্বশীল ব্যাক্তিদের দ্বারা ছাত্রীদের যৌন নিপীড়ন ও হয়রানীর ঘটনার উদ্বেগ প্রকাশ করা হয় এবং প্রতিটি ঘটনার দ্রুত সময়ে বিচারের দাবী জানানো হয়।

একই সাথে দিনাজপুরে সারদেশ^রী স্কুলের ছাত্রীর উপর যৌন নিপীড়নে জড়িত ও গ্রেফতারকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি কানিজ রহমান, জেলা সাধারন সম্পাদক রুবিনা আক্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু, দিনাজপুর সারদেশ^রী স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার প্রমুখ।

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth